আজকাল ওয়েবডেস্ক:‌ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি বিসিসিআই। সম্ভবত ১৯ জানুয়ারি ঘোষণা করবে। ভারত শেষবার এই ট্রফি জিতেছিল সেই ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।


২০১৭ সালে ফাইনালে গেলেও হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। এবার ফের বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। খেলা হবে পাকিস্তানে। আর ভারত খেলবে দুবাইয়ে।


এটা ঘটনা, যতই রান না পান টেস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতই করবেন ওপেন। কিন্তু তাঁর সঙ্গী হবেন কে?‌ শুভমান গিল না যশস্বী জয়সোয়াল?‌


ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি। শীঘ্রই তা ঘোষণা করা হবে। আর সেই দলে যদি যশস্বী থাকেন, তাহলে নিশ্চিতভাবে ওপেন করবেন। আর তা হলে গিলের জায়গাটা তিনি কেড়ে নেবেন। এমনকী শোয়েব আখতারও সেটাই চাইছেন। তাঁর কথায়, ‘‌অস্ট্রেলিয়ার কঠিন উইকেটে যশস্বী রান পেয়েছে। প্রতিভা রয়েছে। ওকেই ওপেন করতে দেখতে চাই।’‌


দেশের হয়ে এখনও ওয়ানডে খেলা হয়নি যশস্বীর। তবে ২৩ টি২০ ম্যাচে করেছেন ৭২৩ রান। একটা শতরান ছাড়াও পাঁচটা অর্ধশতরান রয়েছে। আর টেস্টে তো সফল হয়েছেনই।